আশুলিয়ায় পোশাক শ্রমিকের ওপর এসিড নিক্ষেপ, সাবেক স্বামী আটক
সাভারের আশুলিয়ায় দোলনা আক্তার রিমা (২৩) নামে এক পোশাক শ্রমিকের ওপর এডিস নিক্ষেপের অভিযোগে তার সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রিমা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন। গতকাল রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এ ঘটনা ঘটে। তার সাবেক স্বামী রঞ্জু মিয়া (৩০) প্রকাশ্যে এসিড নিক্ষেপ করে। এ সময় স্থানীয় বাসিন্দারা রঞ্জুকে পিটুনি দিয়ে থানায় সোপর্দ করে। রাত ১২টার দিকে রিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসিডে তার মুখ ও বুকসহ শরীরের অন্তত ৩০ শতাংশ ঝলসে গেছে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ইকবাল হোসেন আরও বলেন, রিমা জামালপুর জেলার মেলান্দহ থানার দিলাল শেখের মেয়ে। রঞ্জুর বাড়িও একই এলাকায়। ২০১৮ সালে তাদের বিয়ে হয়। তিন মাস আগে তারা আলাদা হয়ে যান। এরপর রিমা আশুলিয়ার জামগড়া এলাকার একটি পোশাক কারখানায় চাকরি নেন রিমা। গতকাল কারখানা থেকে ফেরার সময় রঞ্জু তার ওপর এসিড নিক্ষেপ করে।
Comments