এক বিপ্লবীর গল্প নিয়ে ‘রূপসা নদীর বাঁকে’

Rupsa Nadir Banke
‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

খ্যাতিমান পরিচালক তানভীর মোকাম্মলের নতুন চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে' আগামী ১১ ডিসেম্বর দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

এগুলোর স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার অন্যতম।

ছবিটির গল্প রচিত হয়েছে একজন বামপন্থি বিপ্লবীর জীবনের গল্পকে কেন্দ্র করে।

তানভীর মোকাম্মেল ডেইলি স্টার অনলাইনকে বলেছেন, ‘ছবিটার গল্প আবর্তিত হয়েছে একজন বামপন্থি নেতার গল্প নিয়ে। তিনি আদর্শিকভাবে বামপন্থি রাজনীতি করলেও তার রাজনীতির মূল উদ্দিষ্ট মানুষ।’

‘এই মানুষটির জীবন ও ত্যাগ চলচ্চিত্রটির মূল উপজীব্য’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘চলচ্চিত্রটির শেষ হবে মুক্তিযুদ্ধে এসে। সেই ভাবনা থেকে এটি নির্মাণের উদ্যোগ নিয়েছিলাম।’

তিনি জানিয়েছেন, ‘রূপসা নদীর বাঁকে’ তিরিশ দশকের স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা একজন বিপ্লবীর জীবনের মধ্য দিয়ে বর্ণিত হয়েছে।

ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, জাহিদ হাসান শোভন, নাজিবা বাশার ও তওসিফ সাদমান তূর্য।

এতে আরও অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, অলোক বসু, আবদুল্লাহ রানা, মহসিন শামীম, বৈশাখী ঘোষ, শরীফ হোসেন ইমন, মাহমুদ আলম, পার্থ প্রতিম, দেবাশীষ ঘোষ, খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইকবাল আহমেদ, ইব্রাহীম বিদ্যুৎ, মিলি বাশার, শ্যামল বিশ্বাস, সঙ্গীতা চৌধুরী, স্বপন গুহ, সুশীল সাহাসহ অনেকেই।

গত মার্চে ছবিটির শুটিং শেষ হয়েছিল। ইতোমধ্যে তা আনকাট সেন্সর পেয়েছে।

আগামী ১০ ডিসেম্বর চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমীতে।

‘রূপসা নদীর বাঁকে’ ছবিটি আগামী ১৬ থেকে ২৪ জানুয়ারি ৫১তম গোয়া চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্যানারোমা বিভাগে প্রদর্শিত হবে।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

47m ago