চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ
আসন্ন আখ মাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চিনিকল শ্রমিক ইউনিয়নের সদস্যরা। বিক্ষোভকারীরা আখ মাড়াই বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। না হলে আগামীকাল থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত পঞ্চগড় চিনিকলের সামনের এই মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিক-কর্মচারীরা। এ সময় তাদের সঙ্গে পঞ্চগড় চিনিকল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরাও অংশ নেন।
অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন এবং পঞ্চগড় চিনিকলে আখ মাড়াই কার্যক্রম চালু রাখার দাবিতে শ্লোগান দেন। এসময় সড়কের দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে, ফলে নিকট ও দূরের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
পরে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়ের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
বিক্ষোভকারীরা আসন্ন মাড়াই মৌসুমে আখ মাড়াই চালু রাখাসহ দেশের ১৫টি চিনিকল চালু রেখে আখ চাষিদের আখের মূল্য পরিশোধ, সার-কীটনাশকসহ চাষিদের যাবতীয় উপকরণ সরবরাহ, শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের গ্রাচুইটির টাকা পরিশোধের দাবি জানান।
বিক্ষোভে পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মো. রোকনুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সফিয়ার রহমান, দপ্তর সম্পাদক মাহফুজ খন্দকারসহ তিন শতাধিক শ্রমিক অংশ নেন।
পঞ্চগড় চিনিকল সূত্রে জানা যায়, গত বুধবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন থেকে পাঠানো এক চিঠিতে আসন্ন আখ মাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকলে মাড়াই বন্ধ রেখে পঞ্চগড়ে উৎপাদিত আখ ঠাকুরগাঁও চিনিকলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এই ঘোষণার পরপরই শ্রমিক-কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
আরও পড়ুন:
Comments