ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ইতালি-স্পেন, বেলজিয়াম-ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে ইতালিকে মোকাবিলা করবে স্পেন। আরেক সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স লড়বে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বেলজিয়ামের বিপক্ষে।
এই চারটি দল ‘এ’ লিগের নিজ নিজ গ্রুপে সেরা হয়ে জায়গা করে নিয়েছে প্রতিযোগিতার ফাইনালসে।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের নিওঁতে উয়েফার সদরদপ্তরে অনুষ্ঠিত হয়েছে ২০২১ নেশন্স লিগের ফাইনালসের ড্র। আগামী বছরের অক্টোবরে সবগুলো ম্যাচ হবে ইতালিতে। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে মিলান ও তুরিনকে।
২০২১ সালের ৬ অক্টোবর প্রথম সেমিতে মুখোমুখি হবে ইতালি ও স্পেন। ম্যাচের ভেন্যু মিলানের সান সিরো। পরদিন তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে দ্বিতীয় সেমিতে মাঠে নামবে ফ্রান্স ও বেলজিয়াম।
তুরিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ অক্টোবর। একই দিনে মিলানে হবে নেশন্স লিগের ফাইনাল।
উল্লেখ্য, এক নম্বর গ্রুপে ১২ পয়েন্ট নিয়ে সেরা হয় ইতালি। ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বর গ্রুপের শীর্ষস্থান দখলে করে বেলজিয়াম। তিন নম্বর গ্রুপে ফ্রান্স চ্যাম্পিয়ন হয় ১৬ পয়েন্ট নিয়ে। চার নম্বর গ্রুপের সেরা স্পেনের অর্জন ১১ পয়েন্ট।
Comments