মানিকগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সাত জন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, অটোরিকশার নিহত ছয় যাত্রী একই পরিবারের সদস্য।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মূলকান্দি এলাকায় মানিকগঞ্জ-দৌলতপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনায় চার জন পুরুষ, দুজন নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। অটোরিকশার চালক ছাড়া বাকি ছয় যাত্রী একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
অটোরিকশা চালক ছাড়া বাকিদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামে। গ্রামটি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সীমান্তে অবস্থিত।
সাড়ে তিন বছরের অসুস্থ শিশু রাধেকে নিয়ে পরিবারটি মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজে অটোরিকশায় করে যাচ্ছিল। দুর্ঘটনায় শিশুসহ পিতা গোবিন্দ (৩০), মা ববিতা (২৫), দাদা হরেকৃষ্ণ (৬৭), দাদী খুকিবালা (৬৩) ও চাচা রাধাকৃষ্ণ (৪০) নিহত হন। তাদের পারিবারিক পেশা ছিল বাদ্যযন্ত্র তৈরি করা।
নিহত চালক জামালের (৩০) বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে।
শিবালয় সার্কেল পুলিশের এএসপি তানিয়া সুলতানা জানান, দৌলতপুরগামী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নিহতদের একজন ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত অপর ছয় জনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Comments