উইলিয়ামসনের রানই করতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ

কেইন উইলিয়ামসন একা করলেন ২৫১ রান। ওয়েস্ট ইন্ডিজ পুরো দল মিলে প্রথম ইনিংস করল কেবল ১৩৮ রান। ইনিংস হারের পথে থাকা ক্যারিবিয়ানরা দ্বিতীয় ইনিংসেও কিউই কাপ্তানের সমান রান করতে পারবে কিনা সেই নিয়ে আছে সংশয়।
ছবি: নিউজিল্যান্ড ক্রিকেট

কেইন উইলিয়ামসন একা করলেন ২৫১ রান। ওয়েস্ট ইন্ডিজ পুরো দল মিলে প্রথম ইনিংস করল কেবল ১৩৮ রান। ইনিংস হারের পথে থাকা ক্যারিবিয়ানরা দ্বিতীয় ইনিংসেও কিউই কাপ্তানের সমান রান করতে পারবে কিনা সেই নিয়ে আছে সংশয়।

নিউজিল্যান্ডের ৫১৯ রানের জবাবে ১৩৮ রানে গুটিয়ে ফলোঅনে পড়া জেসন হোল্ডারের দল দ্বিতীয় ইনিংসেও পড়েছে বিপর্যয়ে। ৬ উইকেটে ১৯৬ রান নিয়ে দিন শেষ করেছে তারা। হ্যামিল্টন টেস্টে ইনিংস হার এড়াতেই দরকার আরও ১৮৯ রান।

বিনা উইকেটে ৪৯ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনেই চার কিউই পেসারের তোপে তারা হারিয়েছে ১৬ উইকেট।

ঘাসেভরা উইকেটের ফায়দা ক্যারিবিয় পেসাররা তুলতে না পারলেও ঝাঁজ ছিল টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, নিল ওয়েগনারদের। ওপেনার জন ক্যাম্পেলের ২৬ই রানের প্রথম ইনিংসের সর্বোচ্চ। অধিনায়ক হোল্ডার ২৫ আর জার্মেইন ব্ল্যাকউড করেন ২৩ রান, রোস্টন চেজের ব্যাট থেকে আসে ১১। বাকিরা কেউই দুই অঙ্কে যেতে পারেননি।  সাউদি ২৫ রানে নেন ৪ উইকেট। কাইল জেমিনসন, নেইল ওয়েগনাররা নেন ২টি করে উইকেট।

ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ২৭ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল সফরকারীরা। ৫৩ রানে পড়ে যায় পঞ্চম উইকেটও। অধিনায়ক হোল্ডার নিষ্প্রভ থাকলে ৮৯ রানে ৬ ব্যাটসম্যানকে হারায় তারা।

চরম বিব্রতকর পরিস্থিতি থেকে এরপর দলকে উদ্ধারে নামেন ব্ল্যাকউড- আলজেরি জোসেফ।

এই দুজনের অবিচ্ছিন্ন ১০৭ রানের জুটি এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র সাফল্য। ব্ল্যাকউড ৯৮ বলে ৮০ আর জোসেফ ৭৩ বলে ৫৯ রান নিয়ে খেলছেন। তবু ইনিংস হার এড়ানোই বহুদূরের পথ।

Comments

The Daily Star  | English
bd govt logo

25 districts including Dhaka get new DCs

Deputy commissioners were withdrawn from these districts on August 20

1h ago