যশোরের শাহজাদপুর সীমান্ত থেকে ৬০টি সোনার বার উদ্ধার
যশোরের চৌগাছা উপজেলার শাহজাদপুর সীমান্ত থেকে আজ শনিবার ভোররাতে সাত কেজি ওজনের ৬০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল কোম্পানির অধীন চৌগাছা উপজেলার শাহজাদপুর বিওপির একটি বিজিবি টিম সীমান্ত এলাকায় টহলে ছিল। টহলদল সেসময় শাহজাদপুর সীমান্তবর্তী মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেভাগেই সোনার বারগুলো ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারী চক্র।
বিজিবি জানায়, জব্দকৃত ৬০ পিস সোনার বারের ওজন ৭ কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৯৬ লাখ টাকা। আটক স্বর্ণ সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হচ্ছে।
পাচারকারী চক্রের খোঁজে জোর তদন্ত শুরু করেছে বিজিবি। এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Comments