সাতক্ষীরায় দিনমজুরের মরদেহ উদ্ধার, আটক ৩
সাতক্ষীরা শহরের দহকুলা এলাকা থেকে মো. আব্দুল আজিজ (৫৬) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার পুলিশ। আজ রোববার সকালে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, দুর্বৃত্তরা আব্দুল আজিজকে গলা কেটে হত্যা করেছে।
তিনি বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। আব্দুল আজিজের কললিস্ট যাচাই করে জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী রোকেয়া খাতুন, ভাতিজা নজরুল ইসলাম ও প্রতিবেশী জেহের আলীকে আটক করা হয়েছে।’
আব্দুল আজিজের ছেলে শফিকুল ইসলাম জানান, ক্যানসারে আক্রান্ত হয়ে ১২ বছর আগে তার মা মারা যান। প্রথম স্ত্রীর মৃত্যুর এক বছর পরে আব্দুল আজিজ রোকেয়া খাতুনকে বিয়ে করেন।
শফিকুল আরও বলেন, ‘বাবা সাধারণত সন্ধ্যার পরে বাড়ির বাইরে যেতেন না। তার কোনো শত্রু ছিল না। নিরিবিলি থাকতে পছন্দ করতেন। গতকাল রাতে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির পেছনের বাঁশ বাগানে তার গলাকাটা মরদেহ পাওয়া যায়।’
মো. আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পরে ময়নাতদন্তে জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’
Comments