বরগুনায় দেশীয় অস্ত্র-বোমাসহ ৪ ডাকাত আটক

বরগুনার বামনা উপজেলায় চার ডাকাত সদস্যকে ধরে থানায় সোপর্দ করেছেন সোনাখালী গ্রামের বাসিন্দারা। আজ রোববার সকালে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্টার অনলাইন গ্রাফিক্স

বরগুনার বামনা উপজেলায় চার ডাকাত সদস্যকে ধরে থানায় সোপর্দ করেছেন সোনাখালী গ্রামের বাসিন্দারা। আজ রোববার সকালে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দেশীয় অস্ত্র-বোমা নিয়ে সোনাখালী গ্রামের তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বাড়ির বাগানে জড়ো হয়েছিলেন ডাকাত সদস্যরা। গতকাল রাত ১০টার দিকে স্থানীয় বাসিন্দারা তাদের পিটুনি দিয়ে থানায় সোপর্দ করেন।

আটক তুষখালী গ্রামের নাদের মোল্লার ছেলে ছগীর মোল্লা (৪৫), লক্ষ্মীপুরের সদর উপজলোর রায়পুর গ্রামের মনসুরের ছেলে মো. মনির (২৫), পটুয়াখালীর সদর উপজলোর হেতালিয়া বাঁধঘাট এলাকার মানিকের ছেলে মো. আল আমিন (২৪) ও সাহেব আলীর ছেলে রুমান (২৩) বেশ কিছু দিন ধরে উপজলোর বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। ছগীর ও রুমান আগে ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে থানায় একাধিক মামলা আছে। চার জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে— বলেন হাবিবুর রহমান।

Comments