তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেট-ঢাকা-চট্টগ্রাম রুটে রেল যোগাযোগ বন্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আজ রোববার দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘দুপুর সোয়া ১২টার দিকে শাহাজিবাজার আউটার এলাকায় একটি তেলবাহী ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে দুটি বগি উল্টে গেছে। উদ্ধার কাজ চলছে।’
Comments