রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে জেএসএস কর্মী নিহত
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় রূপকারী ইউনিয়নের পাগুজ্জেছড়ি গ্রামে দুর্বৃত্তের গুলিতে এক জেএসএস (এম এন লারমা) কর্মী নিহত হয়েছেন।
নিহত রতন চাকমা ওরফে বিধান পাকুজ্জেছড়ি গ্রামের বুদ্ধ মঙ্গল চাকমার ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আজ রোববার ভোররাত ১টার দিকে রতন চাকমা তার স্ত্রী-সন্তানদের নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিলেন। সে সময় কয়েকজন দুর্বৃত্ত বাড়ি ঘেরাও করে তাকে গুলি করে পালিয়ে যায়। বিধান ঘটনাস্থলে নিহত হয়েছেন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে আজ সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠয়েছে।’
এ ঘটনায় এখনো কেউ মামলা করেননি বলেও জানিয়েছেন তিনি।
Comments