সরকারি চাকরিতে আর আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ নয়
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, অধীনস্থ দপ্তর ও সংস্থায় ১১ থেকে ২০তম গ্রেডে নিয়োগের ক্ষেত্রে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়কে দিয়ে আউটসোর্সিং করে বাছাই কাজ করা যাবে না বলে অর্থবিভাগ নির্দেশ জারি করেছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে অর্থ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় আউটসোর্সিং কাজে কোন অর্থ বরাদ্দ বা প্রস্তাব পাঠানো যাবে না।
অর্থবিভাগ বলেছে নতুন সিদ্ধান্তের কারণে এসব গ্রেডে আউটসোর্সিং করে নিয়োগের যে প্রজ্ঞাপন ২০১৯ সালের অক্টোবর মাসে জারি করা হয়েছিল তা বাতিল বলে গণ্য হবে।
Comments