সাড়ে ৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
প্রায় সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর আজ সোমবার সকাল সাড়ে ৯টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশায় কারণে আজ ভোররাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সহকারী মহাব্যবস্থাপক খোন্দকার তানভীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘ভোররাত ১২টা থেকে কুয়াশার তীব্রতা এতোটাই প্রকোপ ছিল যে নিকটতম বস্তুটিও দেখা সম্ভব ছিল না। সেই কারণে এই রুটে ফেরি দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল।’
কুয়াশার তীব্রতা কমে গেলে সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল চালু করা হয় বলেও জানিয়েছেন তিনি।
এদিকে, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় রয়েছে কয়েকশত যাত্রীবাহী বাস ও ৬০০ বেশি পণ্যবাহী ট্রাক।
আরও পড়ুন:
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি বন্ধ, মাঝ নদীতে আটকা ৪ ফেরি
Comments