দাগনভূঁঞায় বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
ফেনীর দাগনভূঁঞায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার এমদাদ উল্যাহ (২৭) উপজেলার এয়াকুবপুর ইউনিয়নের একটি আবাসিক মাদ্রাসার শিক্ষক।
সোমবার বিকেলে দাগনভূঁঞা থানা পুলিশ তাকে মাদ্রাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই শিক্ষার্থী (১৬) মাদ্রাসার সপ্তম শ্রেণির আবাসিক শিক্ষার্থী। ওই শিক্ষকও মাদ্রাসার একটি ঘরে থাকতেন। গত কয়েক মাসে নানা কৌশলে ওই শিক্ষক তাকে বেশ কয়েকবার বলাৎকার করেন।
দুদিন আগে ওই শিক্ষার্থী বাড়ি গিয়ে আর মাদ্রাসায় ফিরতে অস্বীকৃতি জানায়। পরে তাকে বলাৎকারের কথা জানতে পারেন অভিভাবকরা। তারা গতকাল মাদ্রাসায় কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।
খবর পেয়ে দাগনভূঁঞা থানা পুলিশ মাদ্রাসায় গিয়ে শিক্ষক এমদাদ উল্যাহকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাগনভূঁঞা থানায় মামলা করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, মঙ্গলবার ওই শিক্ষককে আদালতে পাঠানোসহ সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
Comments