টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
টাঙ্গাইলের ঘারিন্দায় ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে পাঁচ জন নিহত ও দুই জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জিয়াউল হক।
এসআই জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাসে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চার জন নিহত ও তিন জন আহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
‘কুয়াশার কারণে চালকরা নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় হতাহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি’, বলেন পুলিশের এই কর্মকর্তা।
Comments