কৃষক বিদ্রোহের সমর্থনে অনশনে আন্না হাজারে

ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলে দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ তারা ভারত বনধ পালন করছেন। এবার তাদের বিদ্রোহের সমর্থনে দিনব্যাপী অনশনে বসেছেন সমাজকর্মী আন্না হাজারে।
আন্না হাজারে। ছবি: সংগৃহীত

ভারতে বিতর্কিত কৃষি আইন বাতিলে দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ তারা ভারত বনধ পালন করছেন। এবার তাদের বিদ্রোহের সমর্থনে দিনব্যাপী অনশনে বসেছেন সমাজকর্মী আন্না হাজারে।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানায়।

আন্না হাজারে বলেন, ‘এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়তে হবে। যাতে সরকার কৃষকের পক্ষে কাজ করতে বাধ্য হয়।’

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English
Dengue deaths in Bangladesh 2024

4 more die of dengue

660 patients were also hospitalised during this time

54m ago