বাইডেন না ট্রাম্প জিতল কে, নীরব ৮৮% রিপাবলিকান হাউস-সিনেট সদস্য
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘চাপে’ যুক্তরাষ্ট্রের রিপাবলিকান হাউস সদস্য ও সিনেটরদের ৮৮ শতাংশই বাইডেনকে নির্বাচনে জয়ী হিসেবে স্বীকার করছেন না।
গতকাল সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ২৪৯ জন বর্তমান রিপাবলিকান হাউস সদস্য ও সিনেটরদের কাছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে জানতে চাওয়া হয়েছিল।
‘নির্বাচনে কে জিতল?’— এমন প্রশ্নের জবাবে মাত্র ২৯ জন সাড়া দিয়েছিলেন। তাদের মধ্যে ২৭ জন জানিয়েছেন, নির্বাচনে জো বাইডেন জয়ী হয়েছেন। বাকি দুজন ডোনাল্ড ট্রাম্প জিতেছেন বলে জানিয়েছিলেন।
অন্যদিকে, ২২০ জন অর্থাৎ কংগ্রেসে রিপাবলিকানদের ৮৮ শতাংশ ২০২০ সালের নির্বাচনে কে জিতেছে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এখন পর্যন্ত নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ৩০৬টি ভোট পেয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৩২টি ভোট।
এখানে লক্ষণীয় হলো রিপাবলিকান নেতারা এটা জানেন যে, জো বাইডেনই নির্বাচনে জিতেছেন।
সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাত্কারে জো বাইডেন বলেছিলেন, ‘আমি কৌশলে এই কথাটি বলতে চাচ্ছি যে, একাধিক রিপাবলিকান সিনেটর আমাকে ব্যক্তিগতভাবে ডেকে অভিনন্দন জানিয়েছেন।’
ব্যক্তিগতভাবে অভিনন্দন জানালেও কেন তারা প্রকাশ্যে এটি বলতে রাজি নন?— বিশ্লেষকরা বলছেন, এর কারণ হতে পারে ট্রাম্প ও তাদের দলীয় ভিত্তি। এখানে তারা নীরব থাকাকেই ভালো মনে করছেন। কারণ তারা ট্রাম্পকে উস্কে দিতে চান না, আবার তারা মিথ্যাও (ট্রাম্প জিতেছেন) বলতে চান না।
এদিকে, ট্রাম্প ও তার সহযোগীরা আইনজীবী রুডি জুলিয়ানির নেতৃত্বে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ও নির্বাচনে জালিয়াতির দাবিতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এখন পর্যন্ত ট্রাম্পের আইনি দল ভোট গণনার বিষয়ে ৩৯টি মামলা করেছে, যার মধ্যে কেবল একটিতে জিতেছে।
গত রোববার ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানির করোনা শনাক্ত হওয়ায় নির্বাচন নিয়ে ট্রাম্পের দুঃশ্চিন্তা বেড়ে গেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা।
Comments