নিলামে উঠল বন্দরে চুরি যাওয়া তুরস্কের পেঁয়াজ

তুরস্ক থেকে আমদানির পর চট্টগ্রাম বন্দরে চুরি যাওয়া তিন হাজার কেজি পেঁয়াজ নিলামে বিক্রি করেছে পুলিশ।
ফাইল ছবি

তুরস্ক থেকে আমদানির পর চট্টগ্রাম বন্দরে চুরি যাওয়া তিন হাজার কেজি পেঁয়াজ নিলামে বিক্রি করেছে পুলিশ।

বন্দরে খালাসের সময় চুরি করে চট্টগ্রামের খাতুনগঞ্জে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় বাংলাবাজার এলাকা থেকে একটি ট্রাকসহ ১২০ বস্তা পেঁয়াজ আটক করেছিল গোয়েন্দা পুলিশের একটি দল। গত ৫ ডিসেম্বর পেঁয়াজের সঙ্গে গ্রেপ্তার হন তিন জন।

মঙ্গলবার সকালে নগরীর মনসুরাবাদ পুলিশ লাইনে ডিবি পুলিশ অফিসে উন্মুক্ত নিলামের মাধ্যমে এই পেঁয়াজ বিক্রি করা হয়।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আবু বকর সিদ্দিক বলেন, পচনশীল দ্রব্য হওয়ায় আদালতের নির্দেশনা অনুযায়ী নিলামের আয়োজন করা হয়েছিল। সর্বোচ্চ দরদাতা মেসার্স সাব্বির হোসেন (খাতুনগঞ্জ) প্রতি কেজি ৩৮ টাকা দরে তিন হাজার কেজি পেঁয়াজ কিনেছে।

এডিসি বলেন, বন্দর থেকে পণ্য খালাসের সময় শ্রমিক ও পরিবহন শ্রমিকদের একটি চক্র কৌশলে পেঁয়াজ চুরি করে তা গুদামজাত করে পরে খোলা বাজারে বিক্রি করছিল। এর মুল হোতাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Rab will never again get involved in enforced disappearances, killings: DG

Rab will never get involved in incidents such as enforced disappearances and killings anymore, the force’s Director General AKM Shahidur Rahman said today

59m ago