জুতার দাম ১০ লাখ ডলার!
অ্যাডিডাস ও জার্মান প্রতিষ্ঠান মেইসেনের ডিজাইন করা এক জোড়া স্নিকারস নিলামে তুলেছে ব্রিটিশ নিলামকারী প্রতিষ্ঠান সোদবি। এর দাম ১০ লাখ ডলার পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য দাঁড়ায় প্রায় সাড়ে আট কোটি টাকা।
বার্তাসংস্থা এএফপি জানায়, এই প্রথম এতো বেশি দামে কোনো জুতা বিক্রি হতে যাচ্ছে।
অনন্য ওই চামড়ার জুতাগুলো অ্যাডিডাসের জনপ্রিয় জেডএক্স ৮০০০ মডেলের। এর ওপরে মেইসেনের কারিগরা নিপুণ কারুকাজ করেছেন।
এ বছর ইতোমধ্যে বেশ কয়েক জোড়া জুতা দামের দিক থেকে রেকর্ড গড়েছে। সর্বশেষ আগস্ট মাসে নাইকি এয়ার জর্ডানের এক জোড়া জুতা ছয় লাখ ১৫ হাজার ডলারে বিক্রি হয়েছে।
তবে, অ্যাডিডাস ও মেইসেনের জুতা জোড়া ঠিক পায়ে পরে চলাফেরার জন্য উপযোগী নয়। এই জুতার অনন্য বৈশিষ্ট্য হলো এর শৈল্পিক দিক।
সোদবির ই-কর্মাস ডেভেলপমেন্ট পরিচালক ব্রাহ্ম ওয়াচার বলেন, ‘স্নিকারসকে শিল্প হিসেবে দেখার মতো পরিবর্তন বাজারে এসেছে।’
অ্যাডিডাস-মেইসেনের জুতাগুলোর জন্য বিক্রয়মূল্য সর্বোচ্চ ১০ লাখ ডলার হতে পারে বলে অনুমান করছে সোদবি।
আগামী ১৬ই ডিসেম্বর পর্যন্ত অনলাইনে এই নিলাম চলবে।
Comments