ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ৩ মামাকে কুপিয়ে আহত
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তিন মামাকে কুপিয়ে আহত করেছে স্থানীয় দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার খোলপটুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর শরীফ (৫০), জাকির শরীফ (৪০) ও লিটন শরীফকে (২৮) উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তারা ওই গ্রামের হাসেম আলী শরীফের ছেলে।
জাহাঙ্গীর শরীফ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমার বোনের বিয়ে হয়েছে খুলনায়। তিন দিন আগে সে তার কলেজপড়ুয়া মেয়েকে নিয়ে বেড়াতে আসে। গতকাল বিকালে মামাতো-খালাতো বোনদের সঙ্গে বেড়াতে বের হলে স্থানীয় বখাটেরা তাদের উত্ত্যক্ত করে। নিজেদের রক্ষায় তারা একটি বাড়িতে আশ্রয় নিলে বখাটেরা সেখানেও হানা দেয়। বিষয়টি জানতে পেরে আমরা তিন ভাই তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। সে সময় বখাটেরা আমাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছিল।’
‘আজ কাজে বের হলে তারা আমাদের তিন জনকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তারা আট থেকে ১০ জন ছিল। স্বজনরা আমাদের উদ্ধার করে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে আসে’— বলেন জাহাঙ্গীর।
এ বিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দুপুরে আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে পুলিশ মোস্তফা ও মালেক নামে দুই জনকে আটক করেছে। তবে এখনো মামলা দায়ের হয়নি।’
Comments