কুয়াশার দাপটে এক ঘণ্টা এগিয়ে এলো বৃহস্পতিবারের ম্যাচ
ঘন কুয়াশার কারণে ব্যাটসম্যানরা ভুগছিলেন, ফিল্ডারদের বল ধরতেও সমস্যা হচ্ছিল। মঙ্গলবার রাতে জেমকন খুলনা-গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যাচে তৈরি হয়েছিল ধোঁয়াশাময় পরিস্থিতি। অগ্রহায়নের শেষে আবহাওয়ায় কুয়াশার দাপট দেখে বৃহস্পতিবারের দুই ম্যাচ এগিয়ে আনা হয়েছে।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দিনের প্রথম ম্যাচে দেড়টার বদলে সাড়ে ১২টায় জেমকন খুলনা খেলবে বেক্সিমকো ঢাকার বিপক্ষে। সন্ধ্যা সাড়ে ৬টার বদলে বিকেল সাড়ে ৫টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রাম।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে তৈরি ঘন কুয়াশা থাকবে আরও কয়েকদিন। তবে আপাতত কেবল বৃহস্পতিবারের (১০ ডিসেম্বর) ম্যাচই এগিয়ে আনার কথা জানিয়েছে বিসিবি।
পাঁচ দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আছে শেষের দিকে। বৃহস্পতিবারের পর গ্রুপ পর্বের খেলা আছে আর কেবল শনিবার। ১৪ ও ১৫ ডিসেম্বর হবে প্লে অফ রাউন্ড। ১৮ ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।
Comments