শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্য
ভারতের পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার ভারতীয় সংবাদ মাধ্যমে জি নিউজ বিষয়টি জানায়।
জি নিউজের দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ইতোমধ্যে তাকে প্রয়োজনীয় অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।
ডা. ফুয়াদ হালিম জি নিউজকে জানান, সকালের দিকেই তার শ্বাসকষ্ট শুরু হয়। তা ৭০-এর কাছাকাছি নামতেই হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে কিছু পরীক্ষা করা হয়েছে। বাকি পরীক্ষাও করা হবে। তারপর তার শারীরিক অবস্থার কথা জানাবেন চিকিৎসকরা।
তবে, শেষ পাওয়া খবর অনুযায়ী তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানায় জি নিউজ।
তার সুস্থতা কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার কথা জানতে পেরেছি। তার দ্রুত সুস্থতা কামনা করি।’
Comments