কৃষক বিদ্রোহের পেছনে পাকিস্তান ও চীনের ভূমিকা আছে: রাওসাহেব দানভে
ভারত সরকারের কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে দাবি করেছেন, দিল্লি সীমান্তে কৃষক বিদ্রোহের পেছনে পাকিস্তান ও চীনের ভূমিকা আছে।
আজ বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানায়।
এদিকে কৃষকরা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার বৈঠক করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসায় গিয়েছেন।
এর আগে, আজ সরকারের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন আন্দোলনরত কৃষকরা। একইসঙ্গে বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে আগামী ১৪ ডিসেম্বর ভারতব্যাপী বিক্ষোভের ডাক দেন।
আজ এক সংবাদ সম্মেলনে কৃষক নেতারা ‘দিল্লি ঘেরাও’ কর্মসূচির ঘোষণা দিয়ে জানান, ১২ ডিসেম্বরের মধ্যে দিল্লি-জয়পুর ও দিল্লি-আগ্রা মহাসড়কগুলো অবরোধ করা হবে এবং সারাদেশ টোলমুক্ত করা হবে।
বিকেলে অল ইন্ডিয়া কৃষাণ সংহতি সহায়তা কমিটির (এআইকেএসসিসি) এক বিবৃতিতে বলেছে, ‘কৃষকদের দাবির সমাধান নিয়ে মোদি সরকার আন্তরিক নয়। সব কৃষক সংস্থা আগের প্রস্তাবগুলো প্রত্যাখ্যান এবং তারা পুনরায় তিন কৃষি আইন বাতিলের দাবি জানিয়েছে। আন্দোলন চলমান থাকবে এবং দিল্লির আন্দোলনে আরও কৃষক যোগ দেবে।’
Comments