কুমিল্লায় দুর্বৃত্তের হামলায় ৩ সাংবাদিক আহত
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর বাজারে দুর্বৃত্তদের হামলায় তিন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে উপনির্বাচনের সংবাদ সংগ্রহ করতে দুলালপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার পথে তারা হামলার শিকার হন।
হামলাকারীরা এ সময় পাঁচটি গাড়ি ভাঙচুর করে। আহত হয়েছেন— জাগরণ টিভির কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান আশিক, মাইটিভির ক্যামেরা পারসন আব্দুস সামাদ বাপ্পী এবং ওয়ান নিউজের বার্তা সম্পাদক জহিরুল হক বাবু।
দুর্বৃত্তরা ইনডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তানভীর দিপু, সময় নিউজের প্রতিনিধি বাহার রায়হানসহ আরও সাত থেকে আট জন সাংবাদিককে অবরুদ্ধ করে রাখে।
এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমি ঘটনা সম্পর্কে অবগত আছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।’
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসনাত মুবিন বলেন, ‘আহত সাংবাদিকদের জরুরি প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা শহরে পাঠানো হয়েছে।’
Comments