চ্যাম্পিয়ন্স লিগে নেইমারের অনন্য কীর্তি
প্রথম ফুটবলার হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দুটি ভিন্ন ক্লাবের হয়ে অন্তত ২০ গোলের কীর্তি গড়েছেন নেইমার।
বুধবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইস্তানবুল বাসাকসেহিরের বিপক্ষে হ্যাটট্রিক করেন এই ব্রাজিলিয়ান তারকা। তার নৈপুণ্যে ফরাসি লিগের শিরোপাধারী প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তুলে নেয় ৫-১ গোলের অনায়াস জয়।
প্রথমার্ধে দুবার তুরস্কের ক্লাবটির জালে বল পাঠানো নেইমার হ্যাটট্রিক পূরণ করেন ম্যাচের ৫০তম মিনিটে। বিরতির পর বদলি নামা আনহেল দি মারিয়ার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন তিনি। পিএসজির জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগে যা তার ২০তম গোল।
20/20 - Neymar is the first player in the history of the European Cup/Champions League to score 20 goals for two different teams (Barcelona and PSG). Vision. pic.twitter.com/dV75pUE6jC
— OptaJoe (@OptaJoe) December 9, 2020
২০১৭ সালে ফ্রান্সে পাড়ি জমানোর আগে বার্সেলোনায় চার মৌসুম খেলেছিলেন নেইমার। স্প্যানিশ ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ২১টি গোল করেছিলেন তিনি।
বাসাকসেহিরের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে নিজের তৃতীয় হ্যাটট্রিক উদযাপন করেন নেইমার (একটি বার্সেলোনার হয়ে, দুটি পিএসজির হয়ে)। এই প্রতিযোগিতায় তার চেয়ে বেশি হ্যাটট্রিক আছে কেবল লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর (আটটি করে)।
ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন নেইমার। আলভারো মোরাতা, আর্লিং হালান্ড ও মার্কাস র্যাশফোর্ডের পাশাপাশি তিনিও করেছেন ৬টি গোল।
Comments