২০২২ নাগাদ সবকিছু স্বাভাবিক হতে পারে: বিল গেটস
করোনা মহামারি ঠেকাতে ২০২১ সালের গ্রীষ্মের মধ্যে বিশ্বের ধনী দেশগুলো অনেকাংশে ভ্যাকসিনের আওতায় চলে আসবে এবং ২০২২ সালের প্রথমার্ধে আমরা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারব বলে মন্তব্য করেছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনেরও কো-চেয়ার বিল গেটস। ফাউন্ডেশনটি সম্প্রতি কোভিড-১৯ প্রতিরোধে ‘জীবন রক্ষাকারী সরঞ্জামাদি নিয়ে গবেষণা, বিকাশ ও সুষ্ঠু বিতরণের সহায়তায়’ ২৫০ মিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ বিষয়ে আজ শুক্রবার হিন্দুস্তান টাইমসে প্রকাশিত এক সাক্ষাৎকারে বিল গেটস এসব মন্তব্য করেন।
তিনি বলেন, ‘২০২১ সালের গ্রীষ্মের মধ্যে ধনী দেশগুলো অন্যান্য দেশের তুলনায় অনেকাংশে ভ্যাকসিনের আওতায় চলে আসবে। সুতরাং, ধনী দেশগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
‘তবে আমি এখনো মনে করি ভাইরাসটি থেকে যাবে। অনেক লোক সমাগম হয় এমন ইভেন্টগুলো নিয়ে সতর্ক থাকব। আমাদের মাস্ক পরতে হবে’, বলেন তিনি।
সাক্ষাৎকারে বিল গেটস বলেন, ‘আমাদের ভাইরাসটি নির্মূল করতে হবে। অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং বা দক্ষিণ কোরিয়া অনেক ভালো করেছে। তারা সবসময় নতুন করে আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে ভাবছে। তাই, তাদের পর্যটন ও অন্যান্য ভ্রমণ সীমিত রাখা হয়েছে। তবে, আগামী গ্রীষ্মের মধ্যেই আবার তা শুরু হবে।’
তিনি বলেন, ‘সবকিছু হয়তো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে না। তবে, ২০২২ এর প্রথমার্ধে কিছুটা হলেও আমি মনে করি, আমরা বলতে পারবো যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি।’
করোনা ভ্যাকসিন নিয়ে করা এক প্রশ্নের জবাবে বিল গেটস বলেন, ‘১২ মাসের মধ্যে আমরা ভ্যাকসিন পেয়েছি, এটা অভাবনীয়। প্রকৃতপক্ষে আমরা কয়েক ধরনের ভ্যাকসিন পেতে যাচ্ছি।’
তিনি বলেন, ‘২০২১ সালের গ্রীষ্মের মধ্যে সবগুলো ভ্যাকসিন অনুমোদন পাবে। তখন এগুলো পরিবহণ ও বিতরণের প্রশ্ন আসবে। আমি মনে করি আমরা অর্থ জোগাড় করতে পারব এবং আমাদের উত্পাদন ক্ষমতা থাকবে। ২০২১ সালের মধ্যে ধনী দেশগুলো আর ২০২২ এর প্রথমার্ধের মধ্যে সবাই ভ্যাকসিন পেয়ে যাবে এবং এভাবেই এই মহামারির সমাপ্তি ঘটবে।’
Comments