করোনায় কোরিয়ান চলচ্চিত্র পরিচালক কিম কি-দুকের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম কি-দুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
কিম কি-দুক। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র পরিচালক কিম কি-দুক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ শুক্রবার লাটভিয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে দ্য কোরিয়ান হেরাল্ড জানিয়েছে।

সূত্র জানায়, গত মাসের মাঝামাঝিতে কিম লাটভিয়ায় যান। তিনি লাটভিয়ার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সহায়তা করতে সেখানে যান। পরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।

ইন্টারনেট মুভি ডেটাবেজের (আইএমডিবি) তথ্য অনুযায়ী, কিম কি-দুক ২৫টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার পরিচালিত চলচ্চিত্র বিভিন্ন সময়ে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে।

তার জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে আছে- বার্ড কেজ ইন, রিয়েল ফিকশন, থ্রি আয়রন, টাইম, ড্রিম ইত্যাদি।

Comments

The Daily Star  | English

Waterlogged road or a death trap?

4, including 3 of a family, electrocuted to death in Mirpur

3h ago