মরক্কো-ইসরায়েলের সম্পর্ক ফিলিস্তিনিদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’: ইরান
ইরানের পার্লামেন্টারি স্পিকারের উপদেষ্টা হোসেইন আমির-আবদুল্লাহিয়ান আজ শুক্রবার বলেছেন, ইসরায়েলের সঙ্গে মরক্কোর সম্পর্ক স্বাভাবিক করার মানে হলো ফিলিস্তিনিদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’।
আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও মরক্কো গতকাল সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়। ফলে, গত চার মাসের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করা চতুর্থ আরব দেশ হবে মরক্কো।
আরেক আরব দেশ ওমান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে মরক্কোর ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আরও জোরদার করবে বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করছে মরক্কো-ইসরায়েল
Comments