রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
সিরাজগঞ্জের মুলিবারি রেলক্রসিং এলাকার রেললাইনে বসে গল্প করার সময় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার সিরাজগঞ্জ জিআরপি থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আছিনুর ও তার বোনের মেয়ে নুপূর শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের মুলিবারি রেলক্রসিং এলাকার রেললাইনে ঘুরতে যায়। এ সময় তারা রেল লাইনের ওপর বসে গল্প করছিল। তখন খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলে আছিনুর মৃত্যুবরণ করেন। তার ভাগ্নি নুপূর গুরুত্বর আহত হয়।’
‘আহত নুপূরকে উদ্ধার করে ২৫০ শয্যার সিরাজগঞ্জ বঙ্গমাতা ফযিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে,’ যোগ করেন তিনি।
নিহত আছিনুর খাতুন (৩৮) সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপারা গ্রামের শুকুর আলির স্ত্রী।
Comments