'বিরোধ নিষ্পত্তিতে নগর আদালত প্রতিষ্ঠা অপরিহার্য'

স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের মতো সিটি করপোরেশনে নগর আদালত প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন গণমাধ্যম কর্মী, আইনজীবী, মানবাধিকার কর্মী ও জনপ্রতিনিধিরা। নগর আদালত দেশের সিটি করপোরেশন এলাকায় বিরোধ নিষ্পত্তিতে কাজ করবে।
ছবি: সংগৃহীত

স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের মতো সিটি করপোরেশনে নগর আদালত প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন গণমাধ্যম কর্মী, আইনজীবী, মানবাধিকার কর্মী ও জনপ্রতিনিধিরা। নগর আদালত দেশের সিটি করপোরেশন এলাকায় বিরোধ নিষ্পত্তিতে কাজ করবে।

আইন, আদালত, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল' রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এই নগর আদালত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন আলোচকরা। মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন উদ্যোগে সংস্থাটির কার্যালয়ে শুক্র ও শনিবার দুদিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় শুক্রবার নগর আদালত নিয়ে আলোচনা হয়। এতে বক্তারা নগর আদালত আইন প্রণয়নের দাবি জানান। এ ধরনের প্রস্তাবিত একটি আইনের খসড়াও তুলে ধরা হয় কর্মশালায়।

কর্মশালায় ল' রিপোর্টার্স ফোরামের সভাপতি মাশহুদুল হক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সিনিয়র সদস্য আশরাফ-উল আলমসহ ২৩ জন সদস্য অংশ নেন৷

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

4h ago