রাসেলের তাল বুঝেই চলবে উইন্ডিজ বোর্ড

andre russell
ছবি: এএফপি

জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজ চলছে নিউজিল্যান্ডে, তখন আন্দ্রে রাসেল ব্যস্ত থাকলেন লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) নিয়ে। প্রশ্ন উঠেছে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতি তার নিবেদন নিয়ে। তবে কেন্দ্রীয় চুক্তির বাইরে এই ক্রিকেটাররকে এজন্য কিছুই বলবে না উইন্ডিজ ক্রিকেট বোর্ড। বরং এই বিস্ফোরক ব্যাটসম্যানের তাল বুঝেই চলার সুর তাদের কন্ঠে।

গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি কাইরন পোলার্ডের দল। রাসেল দলে কেন নেই তা জানতেন না কোচ ফিল সিমন্সও।

সব মিলিয়ে রাসেল বনা উইন্ডিজ বোর্ড আরেকটা দ্বন্দ্বের ক্ষেত্রই তৈরি ছিল। তবে ত্রিনিদাদের একটি রেডিওকে বোর্ড প্রেসিডেন্ট স্কেরিট পরিষ্কার করেন, রাসেলের সিদ্ধান্তের প্রতি তাদের আছে শ্রদ্ধা, তার সঙ্গে এই নিয়ে ঝামেলায় যাবেন না তারা,  ‘আমি স্পষ্টভাবে বলে দিয়েছে আন্দ্রে রাসেলের সঙ্গে কোন ঝামেলায় যাব না আমরা। তার নিজের পরিবার আছে, চাহিদা আছে আমরা সেখানে প্রশ্ন তুলব না।’

‘দুই বছর চোটের কারণে বাইরে ছিল। বয়স বিবেচনায় আর্থিক দিক থেকে নিজের ব্র্যান্ড ব্যবহার করে স্বচ্ছন্দ থাকার অধিকার তার আছে।’

জাতীয় দলের খেলার সময় অন্য ফ্র্যাঞ্চাইজি আসর খেলার ঘটনা এবারই প্রথম নয়। ২০১৯ সালেও কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যস্ত থেকে জাতীয় দলের খেলা মিস করেছেন।

কেন্দ্রীয় চুক্তিতে না থাকায় সেটা করতেই পারেন রাসেল। প্রশ্ন হলো ওয়েস্ট ইন্ডিজ দল নির্বাচন নিয়ে। স্কেরিট জানান আগামীতে দল নির্বাচনেও তারা থাকবেন উদার, ‘দল নির্বাচনে এর প্রভাব পড়বে না। দল নির্বাচন করা হবে কেবল পারফরম্যান্সের ভিত্তিতে।’

রাসেল আরেকটি গণমাধ্যমে জানান জাতীয় দলের প্রতিই তার নিবেদন সর্বোচ্চ। চোট আর ব্যাটিং স্ট্যান্স বদলানোয় নিউজিল্যান্ড যেতে চাননি তিনি। পরে সব ঠিক করতে গিয়ে অনেক দেরি হয়ে যায়। নির্বাচকরা দল চূড়ান্ত করে ফেলায় আর নাকি তাকে মাঝপথে নিতে চাননি।

 

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago