ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড
গল্পটা একই। নিউজিল্যান্ড করল বড় রান। ওয়েস্ট ইন্ডিজ দুই ইনিংস মিলিয়েও তা ছাড়াতে পারল না। হ্যামিল্টনের পর ওয়েলিংটনেও তাই ইনিংস হারল জেসন হোল্ডারের দল। হোয়াইটওয়াশ হলো দুই ম্যাচের টেস্ট সিরিজে।
ইনিংস হারের সম্ভাবনা জেগেছিল আগের দিনই। অধিনায়ক হোল্ডার ফিফটি করে ম্যাচ টেনে নিয়েছিলেন চতুর্থ দিনে। ৬ উইকেটে ২৪৪ রান নিয়ে নেমে বেসিন রিজার্ভের একটা সেশনও পার করতে পারেনি ক্যারিবিয়ানরা। ৩১৭ রানে অলআউট হয়ে ওয়েস্ট ইন্ডিজ হেরেছে ইনিংস ও ১২ রানে।
নিউজিল্যান্ডের ৪৬০ রানের জবাবে প্রথম ইনিংসে ১৩১ রানে গুটিয়ে হারের পথ আগেই প্রশস্ত করে ফেলেছিল তারা। প্রথম ইনিংসে কাইল জেমিসন ৩৪ রানে ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে এলো আরেকটু লড়াই। হোল্ডার করলেন ৬১। কিপার ব্যাটসম্যান জোশুয়া ডি সিলভার ব্যাট থেকে এলো ৫৭ রান। চার পেসারই ভাগাভাগি করে নিলেন সবগুলো উইকেট। নেইল ওয়েগনার, ট্রেন্ট বোল্ট নিলেন ৩টি করে উইকেট। টিম সাউদি, জেমিসনের তোলেন ২টি করে।
এর আগে টি-টোয়েন্টি সিরিজেও একই অবস্থা হয় ক্যারিবিয়ানদের।
Comments