ফাইনালে সাকিবকে পাচ্ছে না খুলনা
পারফরম্যান্স উঠানামার মধ্য দিয়ে এগুলেও শেষ পর্যন্ত সবার আগে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। কিন্তু আসল ম্যাচে দলের সেরা তারকা সাকিব আল হাসানকে পাচ্ছে না তারা। শ্বশুর অসুস্থ থাকায় জরুরী ভিত্তিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তিনি।
জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল গণমাধ্যমকে জানান, প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পরই টিম হোটেল ছেড়েছেন সাকিব, ‘আসলে সাকিবকে গতকাল রাতে চলে যেতে হয়েছে। ওর শ্বশুর অনেকদিন ধরে অসুস্থ ছিলেন। কাল ও জানতে পারে উনি সংকটাপন্ন।’
আরও পড়ুন- টি-টোয়েন্টির ‘স্পেশালাইজড’ দল বানাতে উৎসাহ পাচ্ছেন নির্বাচকরা
‘যেহেতু পরিবার সবার আগে। এবং জেমকন খুলনা এটাকে প্রাধান্য দেয়। শ্রদ্ধা করে। তাই আমাদের দিক থেকে আপত্তি ছিল না। কাল ও হোটেল ছেড়েছে। আজ ফ্লাইট। আশা করি ও নিরাপদে যাবে।’
নিষেধাজ্ঞা কাটিয়ে এই টুর্নামেন্ট দিয়েই খেলায় ফিরেছিলেন সাকিব। প্রথম ৮ ম্যাচে করতে পেরেছিলেন কেবল ৮২ রান। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষেই কিছুটা ছন্দে ফিরতে দেখা যায় তাকে। করেছিলেন ১৪ বলে ২৮ রান। বোলিংয়ে অবশ্য প্রতি ম্যাচেই দলের হয়ে চাপ তৈরি করার কাজটা করে দিচ্ছিলেন টি-টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার।
বেক্সিমকো ঢাকা- গাজী গ্রুপ চট্টগ্রাম ম্যাচের জয়ী দলের বিপক্ষে ১৮ ডিসেম্বর ফাইনাল খেলবে তারকায় ভরা খুলনা।
Comments