ঝুলন্ত তার অপসারণ কার্যক্রম আবার শুরু হবে: মেয়র তাপস
ব্রডব্যান্ড ইন্টারনেট ও ক্যাবল টেলিভিশনের ঝুলন্ত তার অপসারণ কার্যক্রম আবার শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ কারণে নির্ধারিত সময়ের মধ্যেই ঝুলন্ত তার মাটির নিচে প্রতিস্থাপনে আইএসপি অ্যাসোসিয়েশন ও কোয়াবের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি আজ দুপুরে ধানমন্ডির আবাহনী মাঠ সংলগ্ন এলাকায় ঝুলন্ত তার ভূগর্ভে প্রতিস্থাপন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন।
মেয়র বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা থেকে আইএসপি এবং কোয়াব এর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে একটি সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো ক্ষতিপূরণ ছাড়াই আমরা ঝুলন্ত তার মাটির নিচে নেওয়ার সুযোগ দিয়েছি। এই কার্যক্রমের জন্য তারা প্রথমত ধানমন্ডি এলাকাকে বেছে নিয়েছে, আজ আমি তার অগ্রগতি পরিদর্শন এসেছি। তাদের কাজের যে অগ্রগতি তাতে আমি সন্তুষ্ট না। যদিওবা তারা বলছে ডিসেম্বরের মধ্যেই ঢাকার মূল সড়কগুলো হতে ঝুলন্ত তার অপসারণ সম্পন্ন করতে পারবে।
এ সময় এক প্রশ্নের জবাবে তাপস বলেন, আমরা তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই কাজের সময়সীমা এক মাস বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করেছি। আশা করি তারা সে বিষয়টি অনুধাবন করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করবে। কারণ আমরা ঢাকাবাসীকে তারের জঞ্জাল থেকে মুক্তি দিতে চাই। আর যদি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে না পারে তবে আমরা আবারও ঝুলন্ত তার অপসারণ কার্যক্রম শুরু করব।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, পরিদর্শনকৃত ওয়ার্ডগুলোর কাউন্সিলর এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Comments