‘অসমাপ্ত আত্মজীবনী’র পাইরেটেড কপি-প্লেট উদ্ধার, কারাগারে ৬
অনুমোদন না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ছাপার অপরাধে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার ছয় জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান ছয় আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড নামঞ্জুর করে আদালত পাঁচ কর্মদিবসের মধ্যে তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন— মো. নজিবুল্লাহ, রফিকুল ইসলাম, সানোয়ার হোসেন, তোফাজ্জ্বল শেখ, লালচাঁন শেখ ও সাদেক শেখ। তাদের পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেছিলেন।
লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল রাতে তাদের আটক করা হয়েছিল। আজ সকালে বইটির প্রকাশনা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) মামলা দায়ের করেছে। অভিযানে অসমাপ্ত আত্মজীবনীসহ দুটি প্রকাশনীর মোট চারটি বইয়ের প্রায় তিন হাজার পাইরেটেডে কপি, প্লেট ও প্রচ্ছদ জব্দ করা হয়েছে।’
ইউপিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমরা তথ্য পেয়েছিলাম লালবাগের জগন্নাথ সাহা রোড এলাকায় একটি বাইন্ডিং হাউসে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের পাইরেটেড কপি রয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে সেখানে গেলে এক হাজার ৩৭৫ কপি অসমাপ্ত আত্মজীবনী, ছাপা এক হাজার ৩২৫ ফর্মা এবং তিন বান্ডেল প্রচ্ছদ পাওয়া যায়। পাশেই একটি প্রেসে সেগুলো ছাপা হচ্ছিল। সেখান থেকে প্রেসের প্লেট উদ্ধার করা হয়। বাইন্ডিং হাউস থেকে পাঁচ জন ও প্রেস থেকে একজনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বইগুলো কবির হোসেনের মালিকানাধীন নীলক্ষেতে বাহার বুক সেন্টারে যেত।’
‘প্রেস থেকেই জানা যায়, শেখ সাহেব বাজার এলাকায় মন্দিরের গলি ও চৌধুরী বাজার এলাকায় আরও দুটি বাইন্ডিং হাউসে অসমাপ্ত আত্মজীবনী’র পাইরেটেড কপি আছে। এ ছাড়া, আখতারুজ্জামান ইলিয়াসের লেখা চিলেকোঠার সেপাই এবং অন্য একটি প্রকাশনীর আরও দুটি বই পাওয়া যায়’— বলেন মাহরুখ মহিউদ্দিন।
Comments