ব্রাহ্মণবাড়িয়ায় নুরের সমর্থকদের ওপর হামলা
ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার সকাল ৯টার দিকে ফারুকী পার্কের স্মৃতিসৌধের সামনে হামলার ঘটনা ঘটে।
ছাত্র ও যুব অধিকার পরিষদ দাবি করেছে, জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলায় জড়িত। হামলায় ছাত্র ও যুব অধিকার পরিষদের অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও দাবি করেছেন তারা।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে নুরের সমর্থকরা স্মৃতিসৌধে ফুল নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে যায়। সে সময় জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল তার সমর্থকদের নিয়ে বাধা দেয়। শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার সময় তারা ‘জামায়াত-শিবির’ আখ্যা দিয়ে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীদের ওপর হামলা চালায়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া ডেইলি স্টারকে বলেছেন, ‘ছাত্র ও যুব অধিকার পরিষদের ৩০ থেকে ৪০ কর্মী শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা চার-পাঁচ জনকে মূল বেদীতে প্রবেশ করতে দেয়। ফেরার সময় তারা অতর্কিত হামলা চালায়। এতে ছাত্র অধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি আশরাফুল হাসানসহ ১০ জন আহত হয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ডেইলি স্টারকে বলেছেন, ‘ছাত্র ও যুব অধিকার পরিষদের ব্যানারে শিবিরকর্মীরাও স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে উস্কানিমূলক স্লোগান দিয়েছিল। সে সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা স্বাধীনতাবিরোধী চক্রের বিরুদ্ধে মিছিল করে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম ডেইলি স্টারকে বলেছেন, ‘স্মৃতিসৌধের ভেতরে কোনো ধাওয়া-পাল্টা ধাওয়ার সংবাদ পাইনি। তবে বাইরে কিছু ঘটেছে কি না সেটি আমাদের জানা নেই।’
Comments