সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ নিয়ে গেল বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে বিএসএফ।
বুধবার ভোরে ভারত থেকে গরু আনার সময় তাকে বিএসএফের গুলিতে নিহত হন জাহেদুল ইসলাম (২৪)। তার বাড়ি পাটগ্রাম উপজেলার ইসলামপুর সীমান্ত গ্রামে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের শ্রীরামপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার আজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আজাহারুল জানান, বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনাটি দেরিতে জানা গেছে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায় মরদেহ আজ দুপুরে কোচবিহার জেলার মেখলীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভারতীয় পুলিশ ময়না তদন্তের পর মরদেহ বিএসএফের কাছে দিলে, তখন পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হবে, জানান সুবেদার আজাহারুল ইসলাম।
‘সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যার ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়ে আজ দুপুরে বিএসএফকে পত্র দিয়েছি,’ বলেন তিনি।
Comments