এমন আগ্রাসী দলই দেখতে চান বার্সা কোচ
অনেকদিন পর চেনা ছন্দে দেখা গেল বার্সেলোনাকে। জমাট রক্ষণ, সৃষ্টিশীল মাঝমাঠ আর আগ্রাসী আক্রমণ। রিয়াল সোসিয়াদাদকে হারানোর পর কোচ রোনাল্ড কোমান বলছেন, এমন দলই দেখতে চান তিনি।
নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে লা লিগার ম্যাচে বুধবার রাতে বার্সেলোনা জিতেছে ২-১ গোলে। সোয়সিয়াদাদের হয়ে গোল করেন উইলিয়ান জোসেস। পরে জর্দি আলবা আর ডি ইয়ং ফিরিয়ে দেন দুই গোল।
এই জয়ে লা লিগায় ধুঁকতে থাকা বার্সা উঠে এসেছে পয়েন্ট টেবিলের পাঁচে। অন্যদিকে শীর্ষে থাকা সোয়েসিয়াদাদ অ্যাতলাটিকো মাদ্রিদকে জায়গা ছেড়ে নেমেছে দুইয়ে।
ম্যাচ শেষে কোচ কোমান জানান, পিছিয়ে পড়ার পর যেভাবে ছেলেরা ঘুরে দাঁড়িয়ে ম্যাচের লাগান নিজেদের হাতে নিয়েছে তা এক কথায় অসাধারণ, ‘শুরুটা অসাধারণ ছিল। আরও গোল হতে পারত। আমরা ছিলাম আগ্রাসী। তাদের সারাক্ষণ চাপে রেখেছি। সোসিয়েদাদ বল পায়ে দক্ষতা দেখাচ্ছিল, আমরা তাদের থেকে বল কেড়ে নিতে পেরেছি। ওদের এভাবে চাপে রাখায় জেতাটা প্রাপ্য ছিল।’
সাম্প্রতিক সময়ে বার্সেলোনার বিবর্ণ দশার বিপরীতে এমন নৈপুণ্য আশা দেখাচ্ছে কোমানকে। খেলোয়াড়দের সেরাটা ঢেলে দেওয়ার এই মানসিকতাই দেখতে চান তিনি, ‘এরকম নৈপুণ্যই দেখতে চাই, এমন দলই চাই। সবাই জানপ্রাণ দিয়ে খেলেছে। আজ বড় তফাৎ ছিল বল ছাড়া আমাদের খেলাটা। আমরা কৌশলে ওদের মার দিয়েছি। মেসি অনেক খেটেছে। প্রতিপক্ষকে চাপে রেখেছে। সবাই পরিশ্রম করেছে।’
Comments