ভারতের সঙ্গে ৭ চুক্তি, প্রটোকল ও সমঝোতা সই
জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষিসহ সাতটি বিষয়ে চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশের পক্ষে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তারা এবং ভারতের পক্ষে বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এসব নথিতে স্বাক্ষর করেন।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল সম্মেলনে এসব নথি স্বক্ষরিত হওয়ার বিষয়টি জানানো হয়।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মোদি নয়াদিল্লি থেকে এতে অংশ নেন।
সম্মেলন চলাকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৬৫ সালের আগের পুরোনো চিলাহাটি-হলদিবাড়ী রেল সংযোগ পুনরায় উদ্বোধন করা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন।
Comments