কৃষক বিদ্রোহ: দিল্লি বিধানসভায় বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাখ্যান
ভারতে বিতর্কিত তিন কৃষি আইন নিয়ে আন্দোলন করছেন কৃষকরা। এবার, তিন বিতর্কিত কৃষি আইন দিল্লির বিধানসভা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বিষয়টি জানায়।
কেজরিওয়াল বলেন, ‘দিল্লি বিধানসভা আজ তিন কৃষি আইন প্রত্যাখ্যান করেছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে এই কালো আইন বাতিলের আবেদন জানিয়েছে।’
তিনি আরও বলেন, ‘গত ২০ দিনের বিক্ষোভে ২০ জনেরও বেশি কৃষক মারা গেছেন। এই আন্দোলনে প্রতিদিন গড়ে একজন কৃষকের মৃত্যু হচ্ছে।’
এর আগে, আজ দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশন চলাকালীন তিন বিতর্কিত কৃষি আইন ছিঁড়ে ফেলেন কেজরিওয়াল। তখন তিনি বলেন, ‘মহামারি চলাকালীন সংসদে কৃষি আইন পাস করার কি জরুরি ছিল? এবারই প্রথমবারের মতো রাজ্যসভায় ভোট না দিয়েই আইন তিনটি পাস করা হয়েছিল... আমি এই বিধানসভায় তিনটি আইন ছিঁড়েছি এবং কেন্দ্রকে ব্রিটিশদের চেয়ে খারাপ না হওয়ার আবেদন করছি।’
আম আদমি পার্টির (এএপি) নেতা গোপাল রায় কৃষি আইন নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছেন। তিনি দিল্লি বিধানসভার বিশেষ অধিবেশনকালে খামার আইন নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছিলেন।
মোদি সরকারের সমালোচনা করে গোপাল রায় বলেন, ‘আপনি বলছেন আম আদমি পার্টি (এএপি) রাজনীতি করছে। ঠিক আছে, আমরা রাজনীতি করছি। আপনি যদি কৃষকের ওপর লাঠির রাজনীতি করেন, তবে আমরা তাদের রক্ষার রাজনীতি করব।’
Comments