গাছের জন্য ৪০০ কি.মি. পদযাত্রা
‘পুষ্টি অর্থ সবুজ পথ, ফলের গাছেই ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) থেকে খাগড়াছড়ির দিকে রওনা হয়েছে ‘ফলদ বাংলাদেশ’র স্বেচ্ছাসেবীরা। তারা চারশ কিলোমিটার পদযাত্রা করবে।
গতকাল বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পদযাত্রা শুরু করে দলটি। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তারা কিশোরগঞ্জ শহরে অবস্থান করছিল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএইচএম মোস্তফিজুর রহমান এই পদযাত্রার উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীসহ মোট ৯ জনের সমন্বয়ে গঠিত এই দলটির নেতৃত্ব দিচ্ছেন চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও ‘ফলদ বাংলাদেশ’র প্রধান সংগঠক দ্রাবিড় সৈকত।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ১৬ দিনে সাত জেলার ২৪ উপজেলা পায়ে হেঁটে ৩১ ডিসেম্বর খাগড়াছড়ি শহীদ মিনারে পৌঁছে পদযাত্রা শেষ করবেন তারা।
দ্রাবিড় সৈকত বলেন, ‘ভুল বৃক্ষ রোপণের ফলে আমাদের পুষ্টি, অর্থ ও বাস্তুসংস্থানের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই ক্ষতিরোধ করতে আমরা মানুষকে ব্যাপক হারে দেশীয় ফলের গাছ লাগানোর জন্য সচেতন করছি।’
তিনি আরও বলেন, ‘আর্থিক মূল্যমানের দিক চিন্তা করলেও ফলদ বৃক্ষ আমাদের জন্য লাভজনক। সংগঠনটি ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে প্রায় পৌনে তিন লাখ ফলদ বৃক্ষ রোপণ করেছে। সারাদেশে আগামী ২০৩০ সালের মধ্যে এক কোটি ফলদ বৃক্ষ রোপণের লক্ষে আমরা কাজ করে যাচ্ছি।’
বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ও দলের সদস্য রাতুল মুন্সী বলেন, ‘বাংলাদেশকে ফলদ বৃক্ষে সমৃদ্ধ করতে এটি একটি সামাজিক অভিযান এবং এই অভিযানের অংশ হতে পেরে আমি খুবই গর্বিত।’
যাত্রাপথে দেশীয় বিভিন্ন ফলদ বৃক্ষ রোপণ বিষয়ে তারা স্থানীয় জনসাধারণ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
Comments