বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুর: ৪ জন ছাড়া পেলেন, অধ্যক্ষের মামলা
কুষ্টিয়ার কুমারখালীতে বাঘা যতিনের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় অবহেলার অভিযোগে চার জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ।
এরা হলেন, কয়া কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু, অধ্যক্ষ হারুনুর রশীদ, নৈশপ্রহরী খলিলুর রহমান এবং কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কলেজ গভর্নিং বডির সদস্য আনিসুর রহমান।
পরে ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কলেজের অধ্যক্ষ হারুনুর রশীদ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে কুমারখালী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি।
কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু জানান, ঘটনার পুরো বিষয় নিয়ে পুলিশ তাদের সঙ্গে আলোচনা করেছে। শেষে একটি মামলা দায়েরের সিদ্ধান্ত হয়।
কলেজ গভর্নিং বডির অবহেলার বিষয়ে তিনি জানান, সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।
আরও পড়ুন:
Comments