গরুবোঝাই ট্রাকে ৪০ হাজার পিস ইয়াবা, আটক ১
রাজধানীর দারুস সালাম এলাকায় গরুবোঝাই ট্রাক থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ মো. ইউনুস হোসেন (৩৮) নামে এক মাদক চোরাকারবারিকে আটক করেছে র্যাব। আজ শনিবার দুপুরে র্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।’
ইউনুস হোসেনের বাড়ি কক্সবাজার জেলায়। মোজাম্মেল হক আরও বলেন, ‘গরু বোঝাই ট্রাকে বিশেষ কৌশলে ৪০ হাজার পিস ইয়াবা লুকানো ছিল। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, একটি মোবাইল ফোন, চারটি গরু এবং মাদক বিক্রির ১২ হাজার ৯২০ টাকাও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস জানিয়েছেন, তিনি দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার মিরপুর ও এর আশে-পাশের এলাকায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Comments