অযোধ্যায় দৃষ্টিনন্দন মসজিদের নকশা, থাকছে হাসপাতাল-কমিউনিটি কিচেন-লাইব্রেরি

বাবরি মসজিদের পরিবর্তে অযোধ্যায় একটি দৃষ্টিনন্দন মসজিদের নকশা ও নির্মাণ পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
Ayodhya mosque
অযোধ্যায় নতুন মসজিদের নকশা। ছবি: সংগৃহীত

বাবরি মসজিদের পরিবর্তে অযোধ্যায় একটি দৃষ্টিনন্দন মসজিদের নকশা ও নির্মাণ পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

গতকাল শনিবার অযোধ্যার সোহাভাল তহশিলের ধন্নিপুর গ্রামে পাঁচ একর জমির ওপর প্রস্তাবিত মসজিদের নকশায় মসজিদের সঙ্গে থাকছে একটি বিশেষায়িত হাসপাতাল, কমিউনিটি কিচেন ও লাইব্রেরি।

গতকাল ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

‘মূল মসজিদটি গোলাকৃতির হবে’ উল্লেখ করে স্থাপত্যবিদ অধ্যাপক এস এম আখতার গণমাধ্যমটিকে বলেছেন, ‘এতে একসঙ্গে দুই হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।’

তিনি আরও বলেছেন, ‘নতুন মসজিদটি বাবরি মসজিদের চেয়ে বড় হলেও তা দেখতে সেই অবকাঠামোর মতো হবে না।’

মসজিদের ৩০০ বেডের হাসপাতালটিতে বিনামূল্যে চিকিত্সা দেওয়া হবে বলেও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন।

ভারতের ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের (আইআইসিএফ) সেক্রেটারি আতহার হুসেইন গণমাধ্যমকে বলেছেন, ‘এছাড়াও এখানে কমিউনিটি কিচেন নির্মাণ করা হবে। সেখানে আশপাশের এলাকার গরিবদের দিনে দুই বেলা ভালোমানের খাবার দেওয়া হবে।’

পুরো মসজিদটি সৌরশক্তিচালিত হবে উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন, ভেতরের তাপমাত্রা বাড়ানো-কমানোর স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকবে।

ছয় মাস আগে ভারতের সুন্নি ওয়াকফ বোর্ড অযোধ্যার পরিকল্পনাধীন মসজিদ নির্মাণ করতে আইআইসিএফ প্রতিষ্ঠা করে।

আইআইসিএফ সেক্রেটারি আরও বলেছেন, ‘২০২১ সালের ২৬ জানুয়ারি ট্রাস্ট সদস্যের সম্মতিতে অযোধ্যা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সাত দশক আগে ওই দিনেই আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। আমাদের সংবিধান বহুত্ববাদের ওপর ভিত্তি করে প্রণীত, যা আমাদের মসজিদ প্রকল্পেরও মূল ভিত্তি।’

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলার প্রায় ২৭ বছর পরে ওই মামলার রায় ঘোষণা করা হয়।

২০১৯ সালের ৯ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ মামলার রায়ে অযোধ্যার বিতর্কিত স্থানে রামমন্দির নির্মাণের আদেশ দেন। একই সঙ্গে অযোধ্যাতেই বিকল্প কোনো স্থানে মুসলমানদের জন্য মসজিদ নির্মাণে ট্রাস্ট গঠনের নির্দেশ দেওয়া হয়।

Comments