ভিপি নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় মামলা
সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে মামলা হয়েছে।
আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বাদি হয়ে সেখানকার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে এ মামলাটি করেন।
মামলায় বলা হয়, গত ১৬ ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে আসেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। সেখানে তিনি সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করেছেন। এছাড়া নুরুল হক নুর নির্বাচন কমিশনকে 'বেহুদা কমিশন' এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে 'বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী' ও ছাত্রলীগ নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন। এছাড়াও মামলার বাদি রবিউল হোসেন রুবেলের নাম উল্লেখ করেও অশালীন মন্তব্য করেন।
যোগাযোগ করা হলে মামলার বাদি পক্ষের আইনজীবী একরাম হোসেন ডালিম দ্য ডেইলি স্টারকে বলেন, নুর ফেসবুক লাইভে এসে রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম কাঠামোতে বিভেদ সৃষ্টি করে দেশের ভেতরে গৃহযুদ্ধ বাঁধানোর পাঁয়তারা করছে। আমরা মামলাটি শুনানির অপেক্ষায় আছি।
Comments