নারায়ণগঞ্জে জাল টাকা তৈরির অভিযোগ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ রোববার দুপুরে র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দীন চৌধুরী বিষয়টি জানান।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের ভান্ডারির পুল এলাকার ভাড়া বাসা থেকে অভিযুক্ত মিরাজ মৃধাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে বাংলাদেশি ১৪টি জাল ১০০ টাকার নোট ও জাল টাকা তৈরি কাজে ব্যবহৃত ১টি স্ক্যানার প্রিন্টার উদ্ধার করা হয়।’

তিনি জানান, গ্রেপ্তার মিরাজকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, আর্থিকভাবে লাভবান হতে দীর্ঘদিন ধরে ভান্ডারিরপুল এলাকায় ভাড়া বাসায় স্ক্যানার প্রিন্টারে জাল টাকা তৈরি করে বাজারে বিক্রি করে আসছে। আসল টাকা হিসেবে নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় সরবরাহ করে জনসাধারণের সাথে প্রতারণা করে আসছে। জাল টাকা তৈরির সুবিধার জন্য প্রায়ই বাসা পরিবর্তন করে আসছিল।’

জসিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মিরাজ মৃধা বিভিন্ন নোটের জাল টাকা তৈরি করত। অভিযানের সময় আমরা তাকে ১০০ টাকার জাল নোটসহ পাই। একটি ১০০ টাকার নোট স্ক্যান করে একই মুদ্রা নম্বরের ১৫টি ১০০ টাকার জাল নোট তৈরি করে। এর মধ্যে একটি নোট সে খরচও করেছে। তবে তার আর কোনো সঙ্গী নেই।’

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী ভন্ডারিয়া এলাকার বাসিন্দা মিরাজ মৃধার বিরুদ্ধে আজ সকালে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

World Bank ready to be part of key economic reforms in Bangladesh: VP

The World Bank is 'excited' by the interim government's reform agenda and 'it is worth visiting Bangladesh right now', says Martin Raiser

39m ago