বাবা-মাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলের কারাদণ্ড

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাবা-মাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলে হাসান আহমদকে (২৬) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
Moulvibazar.jpg
বাবা-মাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলে হাসান আহমদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: স্টার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বাবা-মাকে মারধরের অপরাধে মাদকসেবী ছেলে হাসান আহমদকে (২৬) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান এ আদেশ দেন।

তিনি জানান, উপজেলার বর্ণী ইউনিয়নের সৎ গ্রামের খদই মিয়া ও নুরুন বেগমের ছেলে হাসান আহমদ প্রায় প্রতিদিন মাদকসেবন করে তার বাবা-মাকে মারধর করতেন। রোববার সকালে হাসান আবারও বাবা-মাকে মারধর করলে স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে হাসানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। এসময় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Comments

The Daily Star  | English
electoral irregularities

EC allows 29 more local observers to monitor polls

The Election Commission today allowed 29 more local observers to monitor the upcoming national election

24m ago