বিমানের সৌদিগামী সব ফ্লাইট ১ সপ্তাহের জন্যে বাতিল

biman-logo.jpg

সৌদি সরকার নিষেধাজ্ঞা দেওয়ায় আজ সোমবার থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

বলেছেন, ‘বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের ফ্লাইট পুণরায় চালুর পর আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।’

এর আগে গতকাল রোববার থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দেয় সৌদি সরকার।

এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছে দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশন (জিএসিএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক সপ্তাহের জন্য সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে, যার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হতে পারে।

বর্তমানে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি ত্যাগ করতে পারবে বলেও জানিয়েছে জিএসিএ।

এই নির্দেশাবলী কোভিড-১৯ মহামারি সম্পর্কিত পরিস্থিতির আলোকে পর্যালোচনা ও হালনাগাদ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিমানের সময়সূচী যাত্রীদের পরে জানানো হবে।

রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা থেকে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করে বিমান।

মহামারির কারণে দীর্ঘদিন স্থগিত থাকার পর গত ১৭ সেপ্টেম্বর থেকে আবার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে সৌদি সরকার।

এছাড়াও, করোনার সংক্রমণ রোধে নানা উদ্যোগের অংশ হিসেবে কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করা উড়োজাহাজ সংস্থাগুলোর ফ্লাইট পরিচালনা স্থগিত করার সিদ্ধান্ত নেয় সৌদি আরব।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ইউএনবি’কে জানিয়েছেন, তারা সব এয়ারলাইনসকে কোভিড-১৯ রোগী বহন করা থেকে বিরত থাকতে বলেছে।

তিনি আরও জানিয়েছেন, তবে সৌদি আরব থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে করে আসা ছয়জনের করোনা শনাক্ত হয়েছে।

দুই মাসেরও বেশি সময় ধরে স্থগিত থাকার পর গত ১৬ জুন বাংলাদেশ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল আবার শুরু হয়।

এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English

At least 204 bodies recovered from plane crash site: police

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

6h ago