ভারতে পাচারকালে ২০টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ১

জব্দ করা স্বর্ণের বারসহ গ্রেপ্তারকৃত ইমাদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ভারতে পাচারের সময় যশোর শহরের পৌরপার্ক এলাকা থেকে আজ সোমবার দুপুরে ২০টি স্বর্ণের বারসহ ইমাদুল ইসলাম (২৬) নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

ইমাদুল ইসলাম বেনাপোলের উওর কাগজপুকুর গ্রামের আসলাম হোসেনের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বলেন, ‘বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে পাচার হচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা যশোর শহরের পৌরপার্ক এলাকায় অভিযান চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ ইমাদুল ইসলামে আটক করে। তার কাছ থেকে জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় এক কোটি ৬৪ লাখ টাকা।’

তিনি জানান, ইমাদুল ইসলাম বিজিবির কাছে স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে ভারতে স্বর্ণ পাচার করে আসছে। বিনিময়ে বার প্রতি সে তিন হাজার টাকা করে পায়।

স্বর্ণের মূল মালিককে আটকের জন্য বিজিবি জোর তৎপরতা চালাচ্ছে বলে যোগ করেন তিনি।

ইমাদুল ইসলামের নামে যশোর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

9h ago