করোনার নতুন ধরন: যুক্তরাজ্যের সঙ্গে সীমান্ত বন্ধ করছে অনেক দেশ
যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন বা ধরন পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে বিশ্বে। ভাইরাসের এ নতুন রূপের দ্রুত বিস্তার আতঙ্কে সোমবার দেশটির সঙ্গে সীমানা বন্ধ করেছে অনেক দেশ।
রয়টার্স জানায়, ইতোমধ্যে ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, আয়ারল্যান্ড, বেলজিয়াম, ইসরায়েল ও কানাডাসহ বেশ কয়েকটি দেশ যুক্তরাজ্যে ভ্রমণ স্থগিত করেছে।
দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন ভাইরাসের এ পরিবর্তিত রূপ বেশি সংক্রামক বলে সতর্ক করার পর, ভারত, পোল্যান্ড, সুইজারল্যান্ড, রাশিয়া ও হংকং ও যুক্তরাজ্যে ভ্রমণ স্থগিত করে।
এ দিকে, জাপান ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে যে তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে।
ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এ বিষয়ে তাদের প্রতিক্রিয়ার সমন্বয় করতে একটি সভা করেছেন।
বরিস জনসন আজ সোমবার আন্তর্জাতিক ভ্রমণ, বিশেষ করে যোগাযোগ বন্ধ হলে দেশটির পণ্য সরবরাহ কীভাবে হবে তা নিয়ে একটি জরুরি সভায় অংশ নেবেন।
Comments